Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
Barasat Union
Details

Barasat Union

ইউনিয়ন পরিচিতি

 

নাম            :২ নং বারাসাত ইউনিয়ন ।

আয়তন       :৭৫ বর্গ কিঃ মিঃ ।

বর্তমান চেয়ারম্যান : কেএম আলমগীর হোসেন

 

সীমানা        :উত্তরে কালিয়া উপজেলার,ইলিয়াছাবাদ ইউনিয়ন,পূর্বে তেরখাদা উপজেলার, তেরখাদা ও ছাগলাদাহ ইউনিয়ন। দক্ষিণে তেরখাদা উপজেলার, আজগড়া ও ছাগলাদাহ ইউনিয়ন।ও পশ্চিমে তেরখাদা উপজেলার, মধুপুর ইউনিয়ন এবং দিঘলিয়া উপজেলার, গাজিরহাট ইউনিয়ন।

 

ওয়ার্ড ওয়ারী গ্রাম

 

১ নং ওয়ার্ড :  কাগদী ও হাড়িখালী (আংশিক) ।

২ নং ওয়ার্ড :  হাড়িখালী ।

৩ নং ওয়ার্ড : ভুজনীয়া ,সিতারামপুর,কালিনগর,মথুরাপুর,রামচন্দ্রপুর।

৪ নং ওয়ার্ড :  ইখড়ী, আবনালী।

৫ নং ওয়ার্ড :  কাটেংগা, পানতিতা,আড়ফাঙ্গাশিয়া,ভবানীপুর,রাজাপুর।

৬ নং ওয়ার্ড :  পশ্চিম কাটেংগা ।

৭ নং ওয়ার্ড :হরিদাশবাটি ও বারাসাত(আংশিক)।

৮ নং ওয়ার্ড :  বারাসাত(পূর্ব) ।

৯ নং ওয়ার্ড :  বারাসাত (উত্তর)।

 

মোট গ্রাম      :১৭ টি।

 

মৌজা         :৫ টি।

 

১। হরিদাশবাটি, ২। বারাসাত, ৩। কাটেংগা, নিখড়ী-কাটেংগা, ৫। হাড়িখালী।