২নং বারাসাত ইউনিয়ন কে আনুষ্ঠানিকভাবে যৌতুক,নারী নির্যাতন ও বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন ঘোসনা করলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব কানিজ ফাতেমা তানিয়া।
১৫ জুলাই মঙ্গলবার ইখড়ি কাটেংগা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বারাসাত ইউপি চেয়ারম্যান জনাব মোঃ শারাফাত হোসেন এর সভাপতিত্বে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কানিজ ফাতেমা তানিয়া এ ঘোসনা দেন।এসময় উপস্থিত ছিলেন পরিষদের সচিব জনাব তানভীন আক্তার ডলি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাজিয়া আফরিন সিদ্দিকী,ইউপি সদস্য যথাক্রমে এসএম মিজানুর রহমান ও মোঃমফিদুল ইসলাম, আওয়ামীলীগের সাবেক থানা মোঃবদরুজ্জামান বাদশা শেখ,সমাজ সেবক মোঃ আল-আমিন হোসেন(অপু), সাংবাদিক নুর মোহাম্মদ ছিফাত, মোল্যা সেলিম আহম্মেদ, মোঃমফিজুল ইসলাম জুম্মান,উদ্যোক্তা মোঃ রবিউল ইসলাম, সাথী বিশ্বাস, রাসেল বিল্লাহ,সোয়াইবুল ইসলাম, পলাশ বিশ্বাসসহ প্রায় সহস্রাধিক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
মোঃরবিউল ইসলাম
উদ্যোক্তা,২নং বারাসাত ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র
তেরখাদা,খুলনা।
তারিখঃ১৫-০৭-২০১৪ইং।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS