Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
মাছ ধরার দৃশ্য
বিস্তারিত

বারাসাত ইউনিয়নের বিভিন্ন প্রকার মাছের চাষ করা হয়। মাছ চাষ, মাছ ব্যবসাসহএখাতের সাথে জড়িত বিভিন্ন কাজে ইউনিয়নের অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগহয়েছে। এখানে উৎপাদিত চিংড়ি ও পোনা জাতীয় মাছ স্থানীয় চাহিদা পূরণ করেদেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। স্থাণীয় বাজার গুলোতে বেশ সূলভ মূল্যেরকমারী মাছ পাওয়া যায়। এছাড়া স্থাণীয় বিল গুলোতে প্রাকৃতিকভাবেই উৎপাদিত হয়অনেক মাছ। যা থেকে সাধারণ মানুষ ও জেলে সম্প্রদায় লোকের কর্মসংস্থানেরসুযোগ হচ্ছে। এছাড়া স্থাণীয় চাহিদা পূরণের পাশা আশপাশের জেলা শহর গুলোতেওপাঠানো হয়।

 

মাছ ধরার জন্য এখানে বিভিন্ন প্রকার দেশী সরঞ্জাম ব্যবহার করা হয়। তার মধ্যে রয়েছে- পোলো, বরশি, রামানী, ফুলকুচি,ভ্যাসাল, জাল ইত্যাদি।