গত ৪,৫,৬ এপ্রিল ২০১৪ খুলনার সেন্ট জোসেফস স্কুলে খুব ধুমধামের সাথে হয়ে গেল ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৪। তিনদিন ব্যাপি মেলার শেষ দিন গত ৬এপ্রিল রবিবার সন্ধ্যা ৭টায় সেন্ট জোসেফস স্কুলে খুলনা জেলা প্রশাসক জনাব আনিস মাহমুদ এর সভাপতিত্বে আলোচনা সভা,পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মৎস্য ও প্রাণী
সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জনাব নারায়ণ চন্দ্র চন্দ। বিজয়ীদের মাঝে তিনি পুরষ্কার বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে উপজেলার ২নং বারাসাত ইউনিয়নের ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের প্রথম উদ্যোক্তা এবং একতা বিডি ডট কম ও আইটিবাংলা২৪.ব্লগ.কমের এডমিন, ডিজাইনার, ও নির্বাহী সম্পাদক মো: রবিউল ইসলাম খুলনা জেলার বর্ষসেরা UISC উদ্যোক্তার পুরষ্কার অর্জন করেছেন। উল্লেখ্য তিনি উপজেলার বিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। তিনি গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ তেরখাদা শাখার সাধারন সম্পাদক। খুলনা জেলার বর্ষসেরা উদ্যোক্তার পুরষ্কার অর্জন করায় তাকে অভিনন্দন জানিয়েছেন ২নং বারাসাত ইউনিয়নের চেয়ারম্যান মো: শারাফাত হোসেন, ইউপি সদস্য কে.এম আলমগীর হোসেন, মো: মিজানুর রহমান, মিটু মিনা, গোবিন্দ বিশ্বাস, মো: আসলাম হোসেন, মো: শহিদুল ইসলাম, মো: মহিদুল ইসলাম, মো: পলাশ, মো: তিব্বত মোল্যা, মহিলা সদস্য হোসনেয়ারা, শামিমা নাসরিন, কবিতা বেগম ।ও ইউপি সচিব তানভিন আক্তার ডলি।বিকল্প উদ্যোক্তা মো: রাছেল বিল্লাহসহ উপজেলার আজগড়া UISC এর উদ্যোক্তা মো: জাকারিয়া মিঠু, ছাগলাদাহ UISC এর উদ্যোক্তা কাজী আশিকুজ্জামান, ও মো: বুলু, সাচিয়াদাহ UISC এর উদ্যোক্তা সজল বিশ্বাস, তেরখাদা UISC এর উদ্যোক্তা মো: ইমদাদুল ইসলাম এবং মধুপুর UISC এর উদ্যোক্তা মো: মুরাদ হাসান।
গাংচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ তেরখাদা শাখার পক্ষ থেকে সভাপতি মো: লিয়াকাত হোসেন, সাবেক সভাপতি ডা: সুধাংশু কুমার বিশ্বাস, সাহিত্য সম্পাদক গাজী জাফর ইকবাল, প্রচার সম্পাদক আবুল কাশেম,দপ্তর সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও সাবেক ইউপি সদস্য পলাশ চন্দ্র বিশ্বাস, সংগীত শিল্পী শোয়াইবুল ইসলাম (সহিব),সুমন আহম্মেদ, আম্মেদ আল মাসুদ,সাংগঠনিক সম্পাদক সাব্বিবুর ইসলাম সাবুসহ সকল সদস্যবৃন্দ। এছাড়াও স্থানীয় বিভিন্ন সাহিত্য-সংস্কৃতিক সংগঠন,সাহিত্যিক সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে বর্ষসেরাUISC উদ্যোক্তার পুরষ্কার অর্জন করায় অভিনন্দন জানিয়েছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস