বিভিন্ন সরকারি ফরম,
পাবলিক পরীক্ষার ফলাফল,
অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি,
অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন,
ভিজিএফ-ভিজিডি তালিকা ও নাগরিক সনদ প্রভৃতি।
জীবনজীবিকা ভিত্তিক তথ্য:
কৃষি,
স্বাস্থ্য,
শিক্ষা,
আইন ও মানবাধিকার,
পর্যটন,
অকৃষি উদ্যোগ প্রভৃতি।
জীবনজীবিকা ভিত্তিক তথ্যভান্ডার ‘জাতীয় ই-তথ্যকোষ’ (www.infokosh.bangladesh.gov.bd) থেকে এ তথ্যসমূহ প্রদান করা হয়ে থাকে। অনলাইনের পাশাপাশি ইউআইএসসিসমূহেজাতীয় ই-তথ্যকোষের অফলাইন ভার্সনও (সিডি/ডিভিডি) রয়েছে, যাতে করে ইন্টারনেটসংযোগ না থাকলেও নিরবিচ্ছিন্ন সেবা দেওয়া সম্ভব হয়।
এক নজরে সকল সেবা
* কম্পিউটার প্রশিক্ষণ (মাল্টিমিডিয়া প্রজেক্টটরের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে ক্লাস নেওয়া হয়)
* যাবতীয় কম্পোজ,
* স্ক্যান,
*প্রিন্ট,
*ফটোকপি,
*ইমেইল আদান-প্রদান
*কুরিয়ার সার্ভিস সুবিধা
*অন লাইনে জন্ম-মৃত্যু নিবন্ধন,
*অন লাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি,
*অনলাইনে বিভিন্ন রেজিস্ট্রেশন,
*অনলাইনে চাকুরীর আবেদন,
*সরকারী ফরম পূরন,
*অনলাইনে জমির পর্চা জন্য আবেদন,
*ইমেইল, ফেসবুক, টুইটার সহ বিভিন্ন সাইটে একাউন্ট তৈরী,
*ওয়েব সাইট তৈরী ও ডিজাইন,
*ই-কমার্স সুবিধা
*অনলাইনে দেশী বিদেশী বিভিন্ন বই,ম্যাগাজিন,সিডি-ডিভিডি,, নাট,সিনেমা, টেলিফিল্ম, *টিউটোরিয়াল,সফটওয়্যার ক্রয়
*সিডি-ডিভিডি রাইট,
*জীবন বীমা করার সুবিধা,
*সকল প্রকার প্রত্যয়ন পত্র পাওয়া যায়,
*স্বল্প খরচে দেশে বিদেশে কথা বলা,
*কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য তথ্য সেবা,
*মাটি পরীক্ষা
*স্বাস্থ্য পরীক্ষা
*মাটি পরীক্ষা করে সার সুপারিশ
*গল্প, ছড়া, কবিতা বিভিন্ন পত্রিকায় প্রকাশের সুযোগ,
*বিভিন্ন নাটকে অভিনয়ের সুযোগ,
*মোবাইল ব্যাংকিং,
*বিকাশ এর মাধ্যমে দ্রুত দেশের যে কোন স্থানে টাকা পাঠানো বা আনা,
*অডিও-ভিডিও রেকর্ডিং ও এডিটিং সহ যাবতীয় কম্পিউটার ও ইন্টারনেট সুবিধা সূলভ মূল্যে পাওয়া যায়।
কতক্ষণ সেবা পাওয়া যাবে :
সকল সরকারী কার্য দিবসে সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত।এছাড়াও অধিকাংশ সময় সকাল ৯টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত UISC এর কার্যক্রম চালু থাকে। কোন কোন শুক্রবার ও আমাদের UISC খোলা থাকে।
সেবার মূল্য :
বিভন্ন প্রকার সেবার স্থানীয় বর্তমান বাজার মূল্যের থেকে তুলনামূলকভাবে কম।
২নং বারাসাত ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে কম্পিউটার প্রশিক্ষণের খবর:
শান্ত ঘরোয়া পরিবেশে প্রতি ব্যাচে এক থেকে সর্বোচ্চ ৪জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়।প্রশিক্ষণ শেষে পরীক্ষার্থীদের পরীক্ষার ব্যবস্থা করা হয়।এবং ফলাফল অনুযায়ী সনদ পত্র প্রদান করা হয়। বছরের যে কোন সময় যে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি হওয়া যায়। ছাত্র-ছাত্রী, চাকুরীজীবিসহ যে কোন বয়সের ব্যক্তিবর্গ ভর্তি হতে পারবেন।
ভর্তি ফরম পাওয়া যাবে : ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে।
পরীক্ষার মান বন্টন :
লিখিত ৫০ সময় : ৬০ মিনিট,
ব্যবহারিক ৪০ সময়: ৪০ মিনিট,
মৌখিক : ১০ সময় : ১০ মিনিট।
কোর্স পরিচিতি :
তিন মাস মেয়াদের বিভিন্ন কোর্স :
১। বেসিক অফিস এ্যাপ্লিকেশন ০৩ মাস
২। বেসিক গ্রাফিক্স ডিজাইন ০৩ মাস
৩। বেসিক ইন্টারনেট ০৩ মাস
৪। বেসিক আউটসোর্সিং ০৩ মাস
৫। বেসিক মাল্টিমিডিয়া ০৩ মাস
এক মাস মেয়াদের বিভিন্ন কোর্স :
১। বেসিক অফিস এ্যাপ্লিকেশন ০১ মাস
২। বেসিক গ্রাফিক্স ডিজাইন ০১ মাস
৩। বেসিক ইন্টারনেট ০১ মাস
৪। বেসিক আউটসোর্সিং ০১ মাস
৫। বেসিক মাল্টিমিডিয়া ০১ মাস
দেড় মাস মেয়াদের বিভিন্ন কোর্স :
১। বেসিক মাইক্রোসফট ওয়ার্ড
২। বেসিক মাইক্রোসফট এক্সেল
৩। বেসিক মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট
৪। বেসিক এডোব ফটোশপ
৫। বেসিক ইন্টারনেট
৬। বেসিক অনলাইন ইনকাম
কোর্স ফিস : আলোচনা সাপেক্ষে।
কম্পিউটার প্রশিক্ষণে ভর্তির সময় : বছরের যে কোন সময় ভর্তি হওয়া যায়।
ভর্তির যোগ্যতা : এখানে ভর্তির জন্য নির্দিষ্ট কোন বয়স বা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। বাংলা,ইংরেজি লিখতে,পড়তে ও বুঝতে পারলেই চলবে। ছাত্র-ছাত্রী, যে কোন জাতি,ধর্ম,বর্ণ,পেশার ব্যক্তিবর্গ এখানে ভর্তি হতে পারবেন।
ভর্তি ফরম প্রাপ্তির জন্য অফিসে যোগাযোগ করুন।
যোগাযোগ :
মোবাইল :০১৫৫৪-৪০৮ ৩০৮; ০১৯২২-৮৬ ৪৭ ৯৯
ইমেইল : mdrabiul11@yahoo.com
Facebook : www.facebook.com/akotabdwebs
Skype : rabiul230
website: www.barasatup.khulna.gov.bd
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস