খুলনা জেলা প্রশাসক স্যার এর তেরখাদায় আগমন ও ওয়েব পোর্টালের তথ্য শতভাগ আপলোড এর নির্দেশ। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলার বিভিন্ন দপ্তরপ্রধান, ইউপি চেয়ারম্যান ও উদ্যোক্তাদের সাথে ইফতার।
খুলনা জেলা প্রশাসক জনাব আনিস মাহমুদ স্যার ১৩জুলাই২০১৪ রবিবার তেরখাদায় আগমন করেন এবং উপজেলার সকল UISC উদ্যোক্তা, চেয়ারম্যান, সচিব ও উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান গণের সাথে মত বিনিময় সভাকরেন। সভায় মাননীয় জেলা প্রশাসক স্যার সকল UISC ও বিভিন্ন দপ্তরের ওয়েবপোর্টালের কাজের খোঁজ-খবর নেন। যারা এখনো সকল তথ্য আপলোড করতে করতেপারেননি তাদেরকে খুব দ্রুত সকল তথ্য আপলোড করার নির্দেশ দেন। মত বিনিময় সভাশেষে তিনি ইফতার পার্টিতে যোগদান করেন। সকলের সাথে একত্রে ইফতার করে তিনি তেরখাদা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হন। এসময় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব),খুলনা জনাব আবু দাউদ মোঃ গোলাম মোস্তফা , তেরাখাদাউপজেলা নির্বাহী অফিসার জনাব কানিজ ফাতেমা তানিয়া, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা সুলতানা, এসিস্ট্যান্টপ্রোগ্রামারমোঃসোহেলরানা, উপজেলারবিভিন্নদপ্তরপ্রধানগণ, ইউপিচেয়ারম্যান ও সচিব এবং উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।
মোঃ রবিউল ইসলাম, উদ্যোক্তা, বারাসাত UISC
তেরখাদা, খুলনা।
১৩-০৭-২০১৪ইং।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস